যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিন্নাগুড়িতে এক দিবসিয় ফুটবল প্রতিযোগিতা
আগামীকাল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রীতি কাপ এক দিবশীয় ফুটবল প্রতিযোগিতা, সেই ফুটবল প্রতিযোগিতা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবারির ফালাকাটা চিন্তা মহান উচ্চ বিদ্যালয় ময়দানে, প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে হাজির হয়েছিলেন শনিবার যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, এছাড়াও সাথে ছিলেন বাপি ঘোষ, অসীম সরকার সহ বেশ কয়েকজন, প্রস্তুতি খতিয়ে দেখে তুষার দত্ত জানায় আগামীকাল অনুষ্ঠিত হবে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্ট ঘিড়ে উন্মাদনা দেখা দিয়েছে রাজগঞ্জ ব্লক জুড়ে, রাজগঞ্জ ব্লক ও বিভিন্ন জায়গা নিয়ে আটটি দল অংশগ্রহণ করবে এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে, আশা করা যাচ্ছে ৫০০০০ ফুটবল প্রেমী মানুষ হাজির হবে খেলা দেখতে, প্রতিবছরের তুলনায় এবছর দর্শক বাড়বে আমরা আশাবাদী, আগামীকাল দশটায় বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ সূচনা করা হবে