নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা
নিজস্ব সংবাদদাতা:রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্য ব্যাপী নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা আয়োজিত হল। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি ফালাকাটা উত্তর মন্ডল ( প্রাথমিক )এর উদ্যোগেও জটেশ্বরের দুটি উচ্চবিদ্যালয় ও জটেশ্বর বোর্ড স্কুলে ৪২৯ জন পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রবল প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও এই পরীক্ষা সফল ভাবেই সমাপ্ত হয়।জানাগেছে প্রাথমিকের ফালাকাটা উত্তর মন্ডলের মোট ২২ টি বিদ্যালয় এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।মূলত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর পড়ুয়ারা এই প্রতিযোগীতা মূলক পরীক্ষা দিয়েছেন।আয়োজক কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার বলেন সারা রাজ্যের পাশাপাশি জটেশ্বরেও নির্বিঘ্নে পরীক্ষা সমাপ্ত হয়েছে।