বড়োভিটাত তৃণমূল কংগ্রেসের কর্মী সভা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: শুকুরবার সৈন্ধাৎ মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বড়োভিটাত কর্মী সভা করিলেক তৃণমূল কংগ্রেস। ১০০ দিন আর আবাস যোজনার বকেয়া টাকা আদায় করির জৈন্যে দলের পাক থাকি দিল্লি চলো আর লোকসভা ভোটক আগ পাকে রাখি এই কর্ম সূচি। বড়োভিটার প্রাইমারি স্কুলের খোলানত সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা কর্মী লা জোগ দিছে। তৃণমূল নেতা লা সগায় বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখিছে। কর্মী সভাত হাজির আছিলেক ব্লক তৃণমূল গড়েয়া মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির গড়েয়া রাজিবুল হাসান, ব্লক যুব গড়েয়া শাহিন আলম, অঞ্চল গড়েয়া হিমাদ্রী রায় বর্মা, চেয়ারম্যান জামিরুল হক প্রধান সহ আরহ ভেল্লা নেতালা।