শিলিগুড়ি কলেজের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানের আয়োজন
শিলিগুড়ি: আজ শিলিগুড়ি কলেজের ৭৪তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র গৌতম দেব ও পৌরসভার কর্মকর্তারা। এ উপলক্ষে মেয়র কলেজের নবনির্মিত ৪ তলা ভবন ও কলেজ গেটের উদ্বোধনও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, মেয়র পরিষদের সদস্য শোভা সুব্বা, কলেজের অধ্যক্ষ সুজিত কুমার ঘোষ, কলেজ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জয়ন্ত কর প্রমুখ। মেয়র বলেন, ২০১৯ সালে এ দুটি গেট নির্মাণের কাজ শুরু হলেও করোনার কারণে দেড় বছর কাজ বন্ধ ছিল। এখন প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বিদ্যাসাগর ভবন ও গেট উদ্বোধন করা হয়েছে।