উত্তরবঙ্গে আগত পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশেষ উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা: বুধবার
গরমের ছুটি কিংবা দুর্গা পূজার ছুটি, ভ্রমণ পিপাসু মানুষদের ভিড় জমে উত্তরবঙ্গে। আর তাই পর্যটকদের ঝামেলামুক্ত পর্যটনের অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য, বাগডোগরা বিমানবন্দর ট্যাক্সি স্ট্যান্ড এবং NJP রেলওয়ে স্টেশন ট্যাক্সি স্ট্যান্ডে পর্যটন সহায়তা বুথ স্থাপন করা হয়েছে। এই বুথগুলিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্মীদের দ্বারা পরিচালিত করা হবে। পর্যটকদের যে কোনও সমস্যা হলে কোনও বিলম্ব ছাড়াই সহযোগিতা করা হবে বলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে জানানো হয়েছে। পর্যটকরা যে কোনো সমস্যা জানাতে নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলিতে কল করতে পারেন।বাগডোগরা পর্যটক সহায়তা বুথের জন্য – 0353 2551242 NJP পর্যটক সহায়তা বুথের জন্য – 0353 2691413