পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যেভাবে স্মার্ট মিটারের নাম করে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সি পি আই ডেপুটেশন
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যেভাবে স্মার্ট মিটারের নাম করে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সি পি আই সর্বোতভাবে তার বিরোধিতা করছে । দাবি জানানো হয়েছে মাসিক বিল চালু করতে এবং ইউনিট মূল্য হ্রাস করার জন্য। শুক্রবার শিলিগুড়িতে হাকিম পাড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে বিভাগীয় প্রধানের উদ্দেশ্যে এক স্মারকলিপি দিয়ে এই কথাগুলো বলা হয়। সি পি আই এর দার্জিলং জেলার সহ সম্পাদক পার্থ মৈত্র মোবাইলের মতে বিদ্যুৎ কে ব্যবহার করে রাজ্য সরকার গ্রাহকদের আগাম পকেট কেটে এক বিপদের মুখে ফেলতে চাইছে ।গোটা বিদ্যুৎ দপ্তর ঠিকা শ্রমিকদের কে নিয়ে কাজ চালানো হচ্ছে। তাদের যোগ্যতা কতখানি তার পরিমাপের কোন পরিকাঠামো বিদ্যুৎ দপ্তরের নেই। যে কারণে প্রচুর এক্সিডেন্ট হচ্ছে বিদ্যুৎ দপ্তরের এই অবহেলার কারণে। জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জি বলেন কৃষকদের যে বিদ্যুতে যে ভর্তুকি দেয়া হতো তা তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান , বরিষ্ঠ নেতা প্রশান্ত বক্সিস সহ অনেক নেতৃত্ব আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন