বাংলাদেশ থেকে নেশার সামগ্রী কিনতে এসে ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশী যুবক
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর দহপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত দুই যুবকদের নাম আসিক ইসলাম (২৪)বাবা আবদুল কাদের,মোহাম্মদ আলমগীর(২৫),বাবা লতিব আলী।ধৃত দুই যুবকের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বচাগঞ্জ থানার সাদামহল গ্রামে।পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে,ওই দুই যুবক মাঝে মাঝেই বাংলাদেশের বর্ডার পার হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দহপাড়া এলাকায় নেশার সামগ্রী কিনতে আসে।যে খবর গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়ার পরেই রবিবার ওই এলাকায় হানা দিয়ে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে।সোমবার নির্দিষ্ট ধারা দিয়ে ধৃত দুই বাংলাদেশিকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ।