প্যাট আর চিকিৎসার বাদে সাহায্যের আবদার
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: পরিবারের তিন ঝন মানসিয়ে অসুখত পড়িছে। নাই জমি জাগা, নাই টাকা পাইসা। বগলা বগলি মানসির টে থাকি মাগন তুলি খায়। মাও, বেটা আর বাপ তিন ঝনেই অসুখত পড়ায় কাজ কামাই করার লোক নাই। তায় টাকাও নাই আর খাবারো নাই। টাকার অভাবত পড়ি চিকিৎসাও ঠিক মতো হয় না। তায় বুড়ি মার ভাতা আর চিকিৎসার বাদে আর্থিক সাহায্যের আবদার করিছে বুড়া বাবা। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামের পদ্মডাঙ্গি এলাকায়। এলাকার জমি জাগা হীন বীরেন বর্মন (৭২)আর খুকিবালা বর্মন(৬৩)। তার বেটা বিধান বর্মন (২৫)। বীরেন বয়স্ক জনিত কারণে অসুস্থ, বোনুষ খুকিবালা বর্মন পক্ষাঘাতগ্রস্ত হয়া হাটা চলা, কথা কওয়া বন্ধ। আর বেটা সুগারে আক্রান্ত। নিয়ম করি ইনসুলিন দিবার নাগে। এমতাবস্থায় পরিবারের সদস্য লা আর্থিক সমস্যায় খুবই জর্জরিত। তায় সাহায্যের আবদার করিছে বীরেন বর্মন। বগলত থাকার আশ্বাস দিছে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন। কিন্তু সমস্যার সমাধান হবে কিনা সেটা নিয়ায় পরিবারের সদস্য লা চিন্তাত পড়িছে।