রাস্তার কাজের ঢিলেমির অভিযোগে শোরগোল এলাকায়!
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: রাস্তার কাজের ঢিলেমি। এনিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। বিষয়টি প্রশাসন জানা থাকলেও এব্যাপারে উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। নির্মীয়মাণ ওই রাস্তার ধারেই জ্বল জ্বল করছে সাইনবোর্ড। তাতে পরিস্কার উল্লেখ রয়েছে, রাস্তার কাজ শুরু হয়েছিল গত ২৮ শে মার্চ।কাজ শেষ করার কথা ২৭ শে মে। অর্থাৎ দুমাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু অঞ্জাত কোনো এক কারণে সাড়ে তিন কিলোমিটার রাস্তার কাজ আজও আটকে পড়ে রয়েছে। যদিও মাঝে পড়েছে ত্রীস্তর পঞ্চায়েত নির্বাচন। পকিহাগা বাজার থেকে পানিগ্রাম হয়ে কেশরীবাড়ি পর্যন্ত তিন কিমি পাকা রাস্তার কাজ প্রায় ৯১ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দ্রুত কাজ শেষ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা। তবে ঠিকাদার সংস্থার পক্ষে জানান, শীঘ্রই রাস্তার কাজ শেষ করা হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান। অন্যদিকে পকিহাগা বাজার সংলগ্ন এলাকায় সেই সাইনবোর্ড গোবর দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন জানান, লজ্জা ঢাকতে রাতের অন্ধকারে তৃণমূলের হার্মাদ বাহিনী সাইনবোর্ড গোবর দিয়ে ঢেকে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন। তিনি বলেন, বিজেপি একাজ করে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে।