গেন্দুগুড়িতে বিদ্যুতের শক খেয়ে মৃত ১
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: বিদ্যুতের শক খেয়ে মৃত হলো বত্রিশ বছরের এক যুবকের। শোকের ছায়া এলাকাজুড়ে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায়। মৃতের ভাই জানান, বাড়িতে বিদ্যুতের মেরামত করেছিল পদ্মনাথ বর্মন। মেরামত চলাকালীন বিদ্যুতের শক লাগে। তৎক্ষণাৎ মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।