ভারতের ঘরে এলো গোল্ড, ব্রোঞ্জ, সিলভার
আব্দুল ওহাব, গাজোল:- স্পোর্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে 4 th “AOT CUP ” open International Taekwondo championship 2023 ,25 ও 26 তারিখ November কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল। 2023 সালে আন্তরজাতিক টাইকন্ড ফাইট প্রতিযোগিতায় এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল 7 টি দেশ।সাউথ আফ্রিকার ঘানা, মালোসিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইথপিয়া ও টিম ইন্ডিয়া এই বিশাল মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের বিভিন্ন প্রতিযোগী যেমন অংশগ্রহণ করে ছিলো, তার সাথে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের সাথেই খেলার সুযোগ পেয়েছিল উত্তর বঙ্গের মালদা তাইকণ্ড ক্যাম্প অফ বেঙ্গল এরিয়া তারা মোট ১৩টি স্বর্ণ পদক ১০টি ব্রোঞ্জ পদক ৭টি সিলভার পদক পেয়েছে । গাজোলের 2 জন মেয়ে ও 6 জন ছেলে অংশগ্রহণ করেছে। দুইজন গোল্ড মেডেল এবং দুইজন ব্রোঞ্জ মেডেল এবং দুইজন সিলভার মেডেল পায়। গায়ত্রী বিশ্বাস গোল্ড মেডেল ও প্রিয়া সরকার ব্রোঞ্জ মডেল পেয়েছে এবং ছেলে দের মধ্যে সুভাষ বিশ্রা সিলভার মডেল কিশোর বিশ্বাস গোল্ড মেডেল,সৌরনিল সিলভার মডেল উজ্বল মণ্ডল ব্রোঞ্জ মডেল নিখিল বিশ্বাস সিলভার মডেল মালদা তাইকণ্ড ক্যাম্প অফ বেঙ্গল এরিয়া। প্রতিনিধিরা যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে,এই প্রতিযোগিতায় এবং খুব ভালো রেজালট হইছে আমাদের জেলার ছেলে ও মেয়েদের এবং গোটা প্রথিযোগিতাই সবচেয়ে কম বয়সের প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করে 3 বছর বয়সের প্রতিযোগী, ইভান দাস ,স্নেহারাদ্ধা দাস,আয়ুস গোসামি,গায়ত্রী বিশ্বাস, অদ্রিজা অনিরুদ্ধ সাহা,কিশোর বিশ্বাস, অনামিকা টুডু,সানিদ্ধী সরকার,ইভোরাজ হালদার, শ্রী দাস , তানিয়া মণ্ডল, রিদাম দে, ইভানসিকা সাহা ,আভিয়ান ভট্টাচার্য্য , ইশান্ত গুহ মজুমদার, আধায়া মণ্ডল,রাজকুমার সিংহ, নাফিসা সুলতানা ,যারা পদক অর্জন করে জেলার ও দেশের নাম উজ্জল করেছে কোচ রামাসিস দাস ও সহকারী কোচ রাজকুমার সিংহ জানান এই সাফল্য এক নতুন অধ্যায় সূচনা করলো ও জেলার নাম কে স্বর্ণ অক্ষরে গৌরমম্বিত করলো।