এক বিয়ে বাড়ি থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি ফেরার সময় না ফেরার দেশে চলে গেলেন স্বামী ও স্ত্রী সহ দুজনেই
নিজস্ব সংবাদদাতা :মালদা,
মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার পুরাতন মালদা থানার ডিস্কো মোড় সংলগ্ন চরকাদিরপুর বাইপাস রোড এলাকাই | পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই দম্পতির নাম বাবলি ঠাকুর শীল বয়স ৩৫ বছর। স্বামী শুভাশীল বয়স ৪১ বছর ৷ জানা গেছে তাদের বাড়ি মালদা হবিপুর থানার আই হো নামটলা গ্রামে ৷ তাদের পরিবারে এক ছেলে ও মেয়ে রয়েছে ৷ মৃতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যাই গতকাল স্বামী ও স্ত্রী দুজনেই মিলে নিজেদের মোটরবাইকে করে বুনিয়াদপুরে গিয়েছিল বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে ৷ বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে মোটরবাইক করে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় দুইজনেই ৷ তারপর মালদা থানার ডিসকো মোর এলাকায় পিছন দিক থেকে আসা একটি লরি তাদের ধাক্কা মারে ৷ এই ঘটনায় গুরুতর আহত হয় স্বামী স্ত্রী দুজনেই ৷ মালদা থানা পুলিশের সহযোগিতায় তড়িঘড়ি করে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয় ৷ সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে ৷ মৃতদেহ টি উদ্ধার করে রবিবার রাত্রে মালদা মেডিকেল কলেজে হাসপাতলে পাঠানো হয় ময়না তদন্তের জন্য ৷ এই ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া |