ফের বাইকের দূর্ঘটনায় জখম এক যুবক, চাঞ্চল্য!
সঞ্জয় কুমার বর্মন,মাথাভাঙ্গা: শুক্রবার বিকেলে বাইকের পিছনে অপর একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম এক যুবক। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট হাজরাহাট রাস্তার বেষ্ট বাড়ি চৌপথী এলাকায়। এক প্রত্যক্ষদর্শী জানান, নয়ারহাট দিক থেকে আসা একটি বাইকের পিছনে অপর একটি বাইক সজোরে ধাক্কা দেয়। বাইক ছিটকে পুকুর পাড়ে পড়ে।জখম হন নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের শিমূলগুড়ি এলাকার যুবক প্রনব বর্মন (১৯)। আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।