শিলিগুড়িতে এবিভিপি’র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড
রিঙ্কু সরকার, শিলিগুড়ি, ১১ মার্চ: সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদে এবিভিপি’র উত্তরকন্যা অভিযান নিয়ে সোমবার শিলিগুড়িতে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল। এদিন হিন্দি হাইস্কুল মাঠ থেকে এবিভিপি মিছিল শুরু করে। মোতায়ন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এবং আরপিএফ। তিনটি জল কামানও নিয়ে আসা হয়। মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌঁছানোর পর ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জের ফলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন এবিভিপি কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয় এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবাল্ক শুক্লা। এদিকে উত্তরকন্যা অভিযানের কারণে জাতীয় সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।