মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক গুমানি হাটে
ঘোকসাডাঙ্গা :- লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন । এরপর রাজ্যের শাসক বিরোধী সকলেই শুরু করেছে ভোট প্রচার। আর উত্তর বঙ্গে নির্বাচনী সভা করতে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গে বেশ কয়েকটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা বিধান সভায় গুমানি হাট ফুটবল খেলার মাঠে আগামী ৪ ঠা এপ্রিল নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী আর সেই নির্বাচনী সভা এবং হেলিপ্যাড পরিদর্শন করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক,প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চেয়ার ম্যান পার্থ প্রতিম রায় সহ জেলা নেতৃত্ব। পাশাপাশি প্রশাসনিক বৈঠক করলেন কোচবিহার জেলা প্রশাসন। এই দিন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব গড়াই সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক গণ উপস্থিত ছিলেন। কোথায় মঞ্চ হবে, কোথায় হেলিপ্যাড, ভিআইপি জোন ইত্যাদি খতিয়ে দেখেন অধিকারিকগণ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভায় কোন খামতি যাতে না হয় সব দিক তৎপরতার সঙ্গে খতিয়ে দেখলেন জেলা প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সভায় ৫০ হাজার দলীয় কর্মী উপস্থিত থাকবেন বলে জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক।