পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ফালাকাটা উত্তর মন্ডল শাখার দশম বার্ষিক সার্কেল সম্মেলন জটেশ্বরে
লোকসভা নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সম্মেলন করলো তৃণমূল। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তথা WBTPTA এর ফালাকাটা উত্তর মন্ডল শাখার দশম বার্ষিক সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হয়।এদিন ব্লকের জটেশ্বরের বাণী মহলে অনুষ্ঠিত হয় বার্ষিক সম্মেলন।সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মমিদ অধিকারী, জেলা সভাপতি কৌশিক সরকার,উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ রায়, ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে, গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব।সম্মেলনে উপস্থিত শিক্ষকদের আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বরাইকে বিপুল সংখ্যক ভোট জয়ী করার আহ্বান জানানো হয় বলে জানান সংগঠনের ফালাকাটা উত্তর মন্ডলের সভাপতি বিমল চন্দ্র বর্মন।