নবনির্বাচিত সাংসদ কে সংবর্ধনা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের
সিতাই
বুধবার দুপুর দুটো নাগাদ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কে সংবর্ধনা প্রদান করা হয়। সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মন্ডল, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামানিক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। এদিন সেখানে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান।