সাহুডাঙ্গি সংলগ্ন ক্যানেলমোড় এলাকায় দূর্ঘটনা আহত ১
বুধবার ঘটনাটি ঘটে রাজগঞ্জের সাহুডাঙ্গী-আমবাড়ি রাজ্য সড়কের ক্যানেল মোড় সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, একটি ছোট মালবাহী গাড়ি আমবাড়ির দিক থেকে নাওয়াপাড়ার দিকে যাচ্ছিলো। সেই সময় সামনে থাকা একটি বড়ো মালবাহী গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা ছোট্ট মালবাহী গাড়িটি গিয়ে ধাক্কা মারে। দুমরে মুচরে যায় ছোটো গাড়টি। এই ঘটনায় আহত হন ছোটো গাড়ির চালক। স্থানীয়রা ও ক্যানেল মোড় ট্রাফিক আউট পোষ্টের পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আমবাড়ি ফাঁড়ির পুলিশ এসে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।