মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর এর ১১৩তম প্রয়াণ দিবস পালন
কুচবিহার,জগদীশ দাস,১৮ইসেপ্টেম্বর: আজ ১৮ইসেপ্টেম্বর ২০২৪ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর এর ১১৩তম প্রয়াণ দিবস। কুচবিহার সাগর দিঘীর উত্তরপ্রান্তে আদালতের সামনে মহারাজের অবয়ব মূর্তির পাদদেশে আজ অনেকই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন The Cooch Behar Royal Familys Successors WelfareTrust মুখপাত্র, সহসম্পাদক কুমার মৃদুল নারায়ণ , প্রেসিডেন্ট কুমার জিতেন্দ্র নারায়ণ , কুমার ধীরাজ নারায়ণ প্রমুখ। এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান প্রার্থপ্রতিম রায়, কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলচন্দ্র রায়, জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা, আই.এ.এস. , কুচবিহার ক্ষত্রিয় সমাজের প্রেসিডেন্ট শ্রীমতি অন্নময়ী অধিকারী, ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত রাধাকান্ত বর্মা , আনোয়ার হুসেন সহ বিশিষ্ট নাগরিক সমাজ। অনুষ্ঠানে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবহাদুরের অবদান সম্পর্কে আলোচনা হলো ।
এছাড়াও কুচবিহার শহরের পাশাপাশি তুফানগঞ্জে ও শ্রদ্ধাজ্ঞাপন করা হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণের প্রতিকৃতিতে। উপস্থিত ছিলেন The Cooch Behar Royal Familys Successors WelfareTrust সম্পাদক কুমার বিরাজিন্দ্র নারায়ন,কুচবিহার চাইল্ড কেয়ার এর সভাপতি পার্থ বর্মা,বিশিষ্ট অংকন শিল্পী শিলাদিত্য বসাক,চিলাখানা হাই স্কুলের শিক্ষক সুজিত দাস,শিক্ষক তাপস ভগত এছাড়া আরো অনেকে বিশিষ্টজনেরা।