অবৈধ গাঁজা পাচারের আগেই BSF-এর হাতে আটক এক যুবক
সিতাই,20সেপ্টেম্বর: চিত্রকূট ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ গাঁজা পাচারের আগেই BSF-এর হাতে আটক এক যুবক। শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিএসএফের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংবাদ মাধ্যমকে এই খবর জানানো হয়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সিতাই ব্লকের কায়েতের বাড়ি গ্রামের বছর উনিশের যুবক রাহুল মিয়া চিত্রকূট ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ গাঁজা পাচারের চেষ্টা করছিল। তবে সেই চেষ্টা বানচাল করে বিএসএফ, এবং গোপালপুর সেক্টর হেডকোয়ার্টার এর অন্তর্গত চিত্রকূট বিওপির ৭৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন জওয়ানদের হাতে আটক হয় ওই যুবক। তার কাছ থেকে উদ্ধার হয় অবৈধ দুটি গাঁজার প্যাকেট,যার ওজন ৮কেজি বলে বিএসএফ এর প্রেস বিজ্ঞপ্তি তে জানা গিয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিট নাগাদ আটক যুবক কে অবৈধ গাঁজা সহ সিতাই থানার হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।