জলপাইগুড়ির পাহাড়পুরে চিতাবাঘের পায়ের ছাপ! এলাকায় চাঞ্চল্য, সতর্ক বনদপ্তর

জলপাইগুড়ির শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নবাপাড়া এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ পড়ে থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা এক চিতাবাঘ সদৃশ বন্যপ্রাণীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। সেই সঙ্গে জমিতে স্পষ্ট পায়ের ছাপও চোখে পড়ে, যা দেখে বনদপ্তরের অনুমান, তা চিতাবাঘেরই।

বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। অনেকেই শিশু ও গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করেছেন। এলাকার কৃষিকাজেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে বনদপ্তরের একাধিক কর্মী ও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পায়ের ছাপ পরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে এটি কোনও বড় মাপের মাংসাশী বন্যপ্রাণীর ছাপ। চিতাবাঘ ধরার জন্য ইতিমধ্যে এলাকায় পিঞ্জর বসানো শুরু হয়েছে, এবং নজরদারি চালানো হচ্ছে রাতভর।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে ট্র্যাপ ক্যামেরাও বসানো হবে। পাশাপাশি, গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং একা চলাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জলপাইগুড়ি বন বিভাগের এক আধিকারিক বলেন,
“এটি খুবই সংবেদনশীল একটি এলাকা। শহরের কাছাকাছি হওয়ায় মানুষের গতিবিধি বেশি। তাই চিতাবাঘটি ধরা না পড়া পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।”

বনের পাশের এলাকা হওয়ায় মাঝে মাঝেই বন্যপ্রাণীদের গৃহবসতিতে ঢুকে পড়ার ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *