বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ তুলে চটেরহাট প্রতিবাদ মিছিল।
চটের হাট,১৬জুলাইঃ বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে অত্যাচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগও উঠেছে। সেসব ঘটনার প্রতিবাদে আজ দুপুর একটায় তৃণমূল নেত্রী পথে নেমেছেন। সাম্প্রতিক
দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার তীব্র প্রতিবাদ আগেই করেছিলেন। এবার সেই ইস্যুতে পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বিরুদ্ধে ফাঁসিদেওয়া ব্লকের চট্টহাটে প্রতিবাদি মিছিল করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থকেরা। এই দিন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় বিজেপি সরকার কে।
