জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুরের অভিযোগ
রাহুল দেব বর্মন,কোচবিহার:জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারনে ওই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূল নেতা সুদেব কর্মকারের শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে সুদেববাবু বিষয়টি সম্পর্কে বলেছেন, একটি পুরানো ছবি ফেক অ্যাকাউন্টে কেউ পোস্ট করেছে। তবে তৃণমূলের বক্তব্য, ওই ঘটনার সঙ্গে এটিকে মেলানো সঠিক হবে না।
ঘটনার বিবরণের জানা গিয়েছে, এদিন গভীর রাতে একদল দুষ্কৃতি রীতিমতো লাঠিসোটা নিয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুদেব কর্মকারের বাড়িতে চড়াও হয়। তারা তার বাড়ি ভাঙচুর করতে থাকে। সেই সময় সুদেব কর্মকার বাড়িতে ছিলেন না। তারা বেশ কিছু সময় ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনার স্থলে রাতেই ছুটে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতা দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতারা সকালেই সুদেব কর্মকারের বাড়িতে যান তিনি বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সকালেই সুদেব কর্মকার বাড়িতে ফেরেন। তিনি বলেন, রাতে আমি বাড়িতে ছিলাম না। ময়নাগুড়িতে আমার শ্বশুরবাড়িতে ছিলাম। হঠাৎই রাতে খবর পাই একদল দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। কেন তারা এ ধরনের আচরণ করল তা বুঝতে পারছি না। ফেসবুকে রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ছবি পোস্ট সম্পর্কে বলতে গিয়ে সুদেববাবু বলেন, ওই পোস্টটি ছিল ফেক। আমার পুরনো ছবি কে বা কারা পোস্ট করে দিয়েছিল। তবে এর সঙ্গে এই ভাঙচুরের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, এই ভাঙচুরের ঘটনার সঙ্গে বিরোধী বিজেপি দল জড়িত থাকলেও থাকতে পারে। তবে এ বিষয়ে জোর দিয়ে তিনি কিছু বলতে পারেননি।
এ বিষয়ে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর বলেন, সুদেব কর্মকার তৃণমূলের তেমন বড় নেতা নন। একসময় তিনি তৃণমূল কংগ্রেস করতেন। মাঝখানে বিজেপি দলে গিয়েছিলেন। আবার সেখান থেকে ফিরে আসেন। তবে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি। তার বক্তব্য, কে বা কারা সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুর করেছে তা বুঝতে পারছি না।
প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় বিজেপি দলের জাদরেল নেতা বলে পরিচিত ছিলেন সুদেব কর্মকার। দিনহাটা পুরসভার ভোটে তিনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। পরবর্তীকালে তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন।
