অবশেষে ১২ দিনের মাথায় পানবাড়ি বাজারে ধরনারত বিকাশ রায় ধরনা তুলে নিলো।
ময়নাগুড়ি: ব্লকের পানবাড়ি বাজারে জমি সংক্রান্ত সমস্যার দরুণ যে ধরণা গত ১২ দিন ধরে চলছিল অবশেষে পানবাড়ি ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে ও নাগরিকদের সহযোগিতায় সোমবার একটি সালিশি বৈঠকের মাধ্যমে বাদী বিবাদী দুপক্ষের দশজনের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে সমস্যা মীমাংসা করা হয় এবং ধরনারত দোকানের সামনের বেনার পোস্টার, তালা খুলে দিয়ে দোকান খুলে দেওয়া হয়, প্রসঙ্গত উল্লেখ্য যে পানবাড়ী বাজারের বাসিন্দা বিকাশ রায় ৭ মাস আগে পানবাড়ি বাজারের ব্যবসায়ী জগদীশ রায়ের কাছে তিন বিঘা জমি কেনে কিন্তু রেজিস্ট্রি বাকি থাকে সেই রেজিস্ট্রির দাবিতে গত ২৪ তারিখে বিকাশ রায় জগদীশ রায়ের দোকানে তালা মেরে দোকানের সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে এরপর এক টানা সাত দিন ধরে ধরনা চালিয়ে বিকাশ রায় অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালে ভর্তি হয় অবশেষে ১২ দিনের মাথায় বাদী বিবাদী দুইপক্ষে ব্যবসায়ী সমিতির ডাকে সাড়া দিয়ে সোমবার সালিশি সভায় বসে সেখানে একটি সিদ্ধান্তে আসে; সোমবারের ঘোষিত সিদ্ধান্তে জানা যায় জমির বর্তমান রূপ তদন্ত করে দেখার পর জগদীশ রায় যেকোনো প্রকারে বিকাশ রায় কে জমি রেজিস্ট্রি করে দেবে বলে জানিয়েছে এবং সে দায়িত্ব ব্যবসায়ী সমিতি সহকারে নাগরিক কমিটি দায়িত্ব নেয় তারপরেই ধরনা তুলে নেয় বিকাশ রায়। এই বিষয়ে পানবাড়ি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও বাদী-বিবাদী দুপক্ষে কি বলল শুনে নেব
