রাজবংশী-কামতাপুরী দাবিকে গুরুত্ব না দিলে সমর্থন নয়: কোচ নস্য শেখ সোসাইটি
রাজগঞ্জ: রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের দাবি ও অধিকার পূরণের প্রশ্নে সরব হল কোচ নস্য শেখ সোসাইটি। মঙ্গলবার রাজগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—আসন্ন বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, কেবল তারাই পাবে সংগঠনের পূর্ণ সমর্থন।
সংগঠনের সম্পাদক বাবুল কাদের জেলানী বলেন, “এই মাটি রাজবংশীর কোচ নস্যশেখদের মাটি। এক সময় কুচবিহার ছিল আলাদা রাজ্য। তবুও আজ পর্যন্ত আমাদের কোন রাজনৈতিক দলই প্রাপ্য গুরুত্ব দিতে চায়নি—না রাজ্যে, না কেন্দ্রে। রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়কে অবহেলার চোখে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, NRC সঠিকভাবে হলে তারা সমর্থন জানাবেন, কিন্তু যদি তা কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে করা হয়, তবে তারা তা বর্জন করবেন। “আমাদের বাপ-ঠাকুরদার চৌদ্দ পুরুষের সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে,” বলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়—ধর্ম আলাদা হলেও ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি এক। তাই শিলিগুড়ির দিলীপ বর্মনের মতো কাউকে অপমান করা হলে তারা তীব্র প্রতিবাদ করবেন এবং প্রয়োজনে আন্দোলনে নামবেন।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসিবুল, বাবুল কাদের জেলানী, মফিজুল হোসেন সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়—রাজ্য বা কেন্দ্র যে দল তাদের দাবিগুলো পূরণ করবে, তারা আগামী বিধানসভা নির্বাচনে সেই দলের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে।
