ফুলবাড়ি সীমন্ত দিয়ে ভূটানের গাড়ীতে চুপি চুপি ভারতে প্রবেশের চেষ্টা ,বিএসএসের হতে পাকড়াও বাংলাদেশী।

শিলিগুড়িঃ বাংলাদেশের অস্থির পরিস্থিতি সেই কারণে ভারতের বিভিন্ন প্রান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে কাঁটাতার বেড়া পার করে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশীরা ভারতে প্রবেশ করছে। তবে এবার অবাক করার মতো ঘটনা, অভিনব ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী। প্রসঙ্গত ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভূটানের বোল্ডার বোঝাই গাড়ি ভারতের ফুলবাড়ী সিমান্ত মারফত বাংলাদেশে প্রবেশ করে এবং বোল্ডার নামিয়ে পুনরায় ভারতে ফেরত চলে আসে। ভুটান রাজ্যের ট্রাকটি যখন ফিরে আসে তখন সেই ট্রাকের নিচে লুকিয়ে ভারতে আশার চেষ্টা করে এক বাংলাদেশী যুবক। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময়কালে বিএসএফ সেই গাড়িটি চেক করবার সময় বিএসএফের হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি যুবক। ভূটান রাজ্যের গাড়িতে কিভাবে বাংলাদেশী যুবক আসলো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভুটানের গাড়িতে কিভাবে ওই যুবক এলো এবং কিভাবেই বা ভুটানের গাড়িতে করে সে ভারতে আসার চেষ্টা করছিল। তা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ।
বাংলাদেশি যুবক এবং গাড়ির চালককে আটক করেছে বিএসএফ। তাদের দুজনকে জিঞ্জাসাবাদ করছে বিএসএফ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *