দিনহাটা থানা পুলিশের রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা।
রাহুল দেব বর্মন,কোচবিহার : রাখি পূর্ণিমার বিশেষ দিনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করতে দিনহাটা থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য কর্মসূচি। শনিবার দুপুর ১২:২০ মিনিটে পাঁচমাথা মোড়ে পথচারীদের সঙ্গে রাখি বেঁধে মিষ্টি মুখ করিয়ে পুলিশকর্মীরা ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা।
সাধারণ মানুষের মনে পুলিশকে নিয়ে যে ভীতি বা দূরত্ব কাজ করে, তা দূর করতেই এই অভিনব উদ্যোগ। পুলিশ যে সমাজেরই একজন এবং জনগণের নিরাপত্তা ও সুখের জন্য সর্বদা প্রস্তুত, তা তুলে ধরতে থানার আধিকারিক, পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেন।
দিনহাটা থানা পুলিশের এক আধিকারিক জানান, “পুলিশ-জনতা সম্পর্কে আস্থা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই আমাদের লক্ষ্য। রাখির এই বিশেষ দিনে আমরা সকলের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলতে চাই।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পুলিশের এমন আন্তরিক প্রচেষ্টা আমাদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।”
