রবিবার আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষ “ডুয়ার্স মনসুন ম্যারাথন এবং ট্যুরিজম ফ্যাস্টিবল 2025”

আলিপুরদুয়ার: নেশা মুক্ত যুব সমাজ, সুস্বাস্থ্য গঠন এবং পর্যটনের বিকাশের লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত হল ডুয়ার্স মনসুন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং পর্যটন উৎসব ২০২৫। তিনদিন ব্যাপী চলা ৮আগস্ট এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক আর বিমলা।আলিপুরদুয়ার জেলা প্রশাসন, ইয়ং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং ফালাকাটা টাউন ক্লাব সহ কয়েকটি সহযোগী সংস্থার উদ্যোগে এদিন জলদাপাড়া টুরিস্ট লজের সামনে থেকে ফালাকাটা টাউন ক্লাব ময়দান পর্যন্ত ২৫ কিলোমিটার  ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। এছাড়া ফালাকাটা থেকে দশ কিমি ও পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়।
এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দেশ বিদেশ থেকে কয়েকশো প্রতিযোগী অংশগ্ৰহণ করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভারম্ভ করেন বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া।
২৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এবারও প্রথম হন নেপালের নরেন্দ্র রাও।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। ম্যারাথনের পাশাপাশি এদিন দুপুরে অনুষ্ঠিত হবে মুজনাই নদীতে নৌকা বাইচ, এবং
প্রতিযোগিতার শেষে বিকেলে ফালাকাটা টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট এবছরের ডুয়ার্স মনসুন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং পর্যটন উৎসব ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *