বিন্নাগুড়ির হরিচরণ ভিটায় প্রথমবারে জন্য অনুষ্ঠিত হলো আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা
রাজগঞ্জ: আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে আয়োজন বিন্নাগুড়িতে। সোমবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের নিয়ে হরিচরন ভিটা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুনামেন্টর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিন্নাগুড়ি অঞ্চলের মোট ৯টি প্রাথমিক বিদ্যালয় হরিচরনভিটা, নেপালিবস্তি, বানিয়াপাড়া, বলরামহাট, ভান্ডারিগছ, খরখোরিয়া, জলডুমুর, নাওয়াপাড়া ও ফারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়। যেখানে মোট ৯৯ জন ছাত্র অংশগ্রহণ করে খেলায়।
প্রধান অতিথি রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় ও আজকের খেলার সম্পাদক ফিরদৌস আলম প্রধান জানান জলপাইগুড়ি জেলায় প্রথম এ ধরনের খেলা অনুষ্ঠিত হলো এ বছর, এই খেলা আগামী দিনে স্কুলের শিশুদের ফুটবলমুখী করে তুলবে।
ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রনবীর মজুমদার, উত্তরা বর্মণ, অবর বিদ্যালয় পরিদর্শক শুভজ্যোতি বর্মন, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, ভোরের আলো থানার ওসি সন্দিপ দত্ত সহ অন্যান্যরা।
