চেয়ারিখাড়িতে ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
রাজগঞ্জ: সোমবার রাজগঞ্জ ব্লকের চেয়ারিখাড়িতে উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু, কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ২৩ ভাদ্র ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। অন্যান্য বছরের মতো এ বছরও মহাসমারোহে উদযাপিত হবে এই দিবস।
সভা শেষে করুনাক্রান্ত অধিকারী জানান, “তিরোধান দিবসের অনুষ্ঠান আগের বছরের তুলনায় আরও সুন্দরভাবে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি ঠাকুর পঞ্চানন বর্মাকে কটুক্তির সমালোচনা করেন।
কৃষ্ণ দাস জানান, “আমরা তিরোধান দিবস মহা ধুমধামে উদযাপন করব এবং পঞ্চানন বর্মার জন্মভিটা খোলসিমারি পরিদর্শন করব কুলগুরু, কুলশিষ্য ও ভক্ত সমাজের সদস্যদের নিয়ে।” তিনি নাম না করে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে উদ্দেশ করে বলেন, “কোনো মহাপুরুষের সমালোচনা করার আগে তার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত। অজ্ঞতার ভিত্তিতে সমালোচনা করা উচিত নয়।”
এছাড়াও তিনি উত্তরবঙ্গের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হরদেব অধিকারী, টয়াল সিং রায়, স্বাধীন রায়, সুরত বর্মন, বিধান রায় সহ উত্তরবঙ্গ ক্ষত্রিয় কুল গুরু কুল শিষ্য ভক্ত সমাজের সকল সদস্য ও সদস্যরা।
