কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের রামসাই অঞ্চলের বার্ষিক সম্মেলন
ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি ভান্ডানি এলাকায় রামশাই অঞ্চল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা হল রবিবার , এদিনের সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায়,কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জলপাইগুড়ি জেলা সভাপতি প্রেমানন্দ রায়,কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের, অর্থনৈতিক সম্পাদক সুকুমার রায়,জগন্নাথ রায় সহ রামশাই অঞ্চল কাউন্সিলের সকল নেতৃত্ব।জানা গেছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্লক এবং অঞ্চল কমিটি গঠন হয়েছে জেলা জুড়ে, এখন শুধু অঞ্চল এবং বুথ কমিটি গঠন করার জন্যই এই অঞ্চল সম্মেলন।তবে এই অঞ্চল সম্মেলন এর মধ্য দিয়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অপমানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন।আগামী দিনে এভাবে যদি রাজবংশী সম্প্রদায় মানুষকে অপমান করা হয় তাহলে তার তীব্র প্রতিবাদ এবং আন্দোলনের নামবেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল । পাশাপাশি দ্রুত আলাদা রাজ্যের দাবিও জানিয়েছেন। যদিও আইকনিক লিডার কামতা রত্ন klo অধ্যক্ষ জীবনসিং জঙ্গল থেকে বেরিয়ে কেন্দ্র সরকারের হাতে রয়েছে। তবে সাত দফা আলোচনা সম্পূর্ণ হলেও এখনো অব্দি তা চুক্তি সাক্ষরিত হয়নি । তার দ্রুত সমাধানের দাবিও জানিয়েছেন।