মাটিগাড়া হরসুন্দর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মূখ্য দুয়ারে জল,সঙ্কটে পড়ুয়ারা
মাটিগাড়া: কয়েক ঘণ্টার বর্ষণে মাটিগাড়া ব্লকের মাটিগাড়া হরসুন্দর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মুল প্রবেশ দ্বারে কোথাও এক ফুট, কোথাও দেড় ফুট জল জমে রয়েছে। মাটিগাড়া থেকে পাথরঘাটা যাওয়ার রাস্তার অবস্থা বেহাল,ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। এরইমধ্যে খানিক বৃষ্টিপাত হলেই ভোগান্তির শিকার হতে হচ্ছে মাটিগাড়া হরসুন্দর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক শিক্ষিকাদের, স্কুলের মুল গেটের সামনে জল থইথই কথাও হাটুর সমান জল, তো কথাও তারো বেশি। বিদ্যালয়ে প্রবেশ ও বিদ্যালয়ে ছুটির সময় জমে থাকা জল পাড়া দিয়ে যেতে হয় স্কুল পড়ুয়াদের। তবে এক পাশে জল নিকাশি ব্যাবস্থা থাকলেও সেই মত জল প্রবেশ করতে পারছে না জল নিকাশি ব্যাবস্থায় পাশের আবাসনের তরফ থেকে দেওয়া হয়েছে সিমেন্টের ব্যারিকেড । এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাত হলে জল নিকাশি ব্যাবস্থা থেকে জল বেড়িয়ে বিদ্যালয়ের মুল গেট হয়ে বিদ্যালয় চত্ত্বরে প্রবেশ করে। স্কুল পড়ুয়াদের এই নোংরা জল পাড়া দিয়ে যেতে হয় যে কোনো সময় হতে পারে অসুস্থ। চিন্তায় প্রধান শিক্ষক। বিভিন্ন জায়গায় আবেদন করার পড়েও সারা পাননি প্রধান শিক্ষক।
