সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার
রাহুল দেব বর্মন, কোচবিহার: সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার। সিতাই থানার পুলিশ আদাবাড়ি ঘাটে এক ব্যক্তিকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকালে শীলদুয়ারের আদাবাড়ি ঘাটে অভিযান চালিয়ে নগর লালাবাজারের সাদ্দাম মিয়া ওরফে মজিদুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১,৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১০৯ গ্রাম। পরে তাকে গ্রেফতারের পর সিতাই থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলো কোথায় পাঠানো হচ্ছিল তা নিয়ে তদন্ত চলছে।
