প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতে মুরগির বাচ্চা বিতরণ করা হলো
শীতলকুচি: প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতে মুরগির বাচ্চা বিতরণ করা হলো।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শীতলকুচি প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্রে ব্লক প্রশাসন তরফে প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি দপ্তরের উদ্যোগে আতমা প্রকল্পের মাধ্যমে ছয় জন পরিযায়ী শ্রমিককে মুরগির বাচ্চা প্রদান করা হয়। প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ৮৪ টি করে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়েছে। শীতলকুচি প্রাণিসম্পদ বিকাশ কেন্দ্রের আধিকারিকরা বলেন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছে তাদের কোনো কাজ নেই তাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ।মুরগি পালন করে তারা অর্থ উপার্জন করতে পারবে,মুরগি ও ডিম বিক্রি করে লাভবান হবেন। তাই এদিন ৬ জন পরিযায়ী শ্রমিককে কে মুরগির বাচ্চা দেওয়া হলো।আগামীদিনে আরো পরিযায়ী শ্রমিককে তারা সাহায্য করবেন বলে জানা গেছে।মুরগির বাচ্চা পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা।
