কোচবিহার বিজেপির পদাধিকারী তালিকায় তৃণমূল কর্মীর নাম! বিভ্রান্তি দূর করতে নেতাদের সাংবাদিক বৈঠক

কোচবিহার: কোচবিহার জেলা বিজেপির পদাধিকারী তালিকায় দুই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম অন্তর্ভুক্তির ঘটনাকে ঘিরে উদ্ভূত বিভ্রান্তি ও জল্পনার অবসান ঘটাতে তৃণমূল নেতৃত্ব সাংবাদিক বৈঠকের আয়োজন করেন।

কোচবিহার জেলা বিজেপি কয়েকদিন আগে তাদের পদাধিকারীদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকার ৬২ ও ৬৩ নম্বরে যথাক্রমে তপন বর্মন ও নারায়ণ বর্মন নামে দু’জনের নাম থাকতে দেখা যায়, যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবি করা হচ্ছিল যদিও তারা পূর্বে বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় তৃণমূলের অন্দরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

এই অবস্থায়, এই বিষয়টি স্পষ্ট করে বিভ্রান্তি দূর করতেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য এবং নাজিরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

তারা এই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তির তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ততা এবং বিজেপির তালিকায় তাদের নাম ওঠার পেছনের কারণগুলি তুলে ধরেন। তাদের বক্তব্য, এই নামগুলি তালিকায় রাখাকে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *