পুলিশ পাবলিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫: কুকুরজান জিপির জয়ে শেষ হল তৃতীয় কোয়ার্টার ফাইনাল
জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও রাজগঞ্জ থানার সহযোগিতায় আয়োজিত পুলিশ পাবলিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রাজগঞ্জের সুখানি জিপি ও কুকুরজান জিপির ফুটবল দল। টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে কুকুরজান জিপির দল ১-০ গোলে জয় ছিনিয়ে নেয়।
রাজগঞ্জ শ্রী সংঘ খেলার মাঠে আয়োজিত খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমায় অসংখ্য দর্শক।
আগামী ২৬ তারিখ মাহানপাড়ার মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হবে JN ফাউন্ডেশন ভুটকি বনাম রাজগঞ্জ ওয়েলফেয়ার।
