রাজগঞ্জে ল্যাপ্টোস্পাইরা-হেপাটাইটিস আ ত ঙ্কের মধ্যে কিশোরের মৃ ত্যু, গ্রামে শোকের ছায়া

সংবাদদাতা, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গিরানগছ গ্রামে মাত্র ১৭ বছরের এক কিশোরের অ কাল মৃ ত্যুতে নেমে এসেছে গভীর শোক। মৃ ত কিশোরের নাম আব্দুল রেজ্জাক আলী, সে সন্ন্যাসীকাটা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

পরিবারের দাবি, রেজ্জাক ল্যাপ্টোস্পাইরা ও হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েই মৃ ত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের দাবি, তার ল্যাপ্টোস্পাইরা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার থেকেই রেজ্জাকের জ্ব র আসে এবং চোখ হলদে হতে শুরু করে। প্রথমে তাকে কালিতলা স্বাস্থ্য শিবিরে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে বুধবার রাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তার মৃ ত্যু হয়।

খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দলে দলে প্রতিবেশীরা ছুটে আসেন আজগর আলীর বাড়িতে। কান্নার রোল আর শোকে মুহ্যমান হয়ে ওঠে গোটা গ্রাম।

উল্লেখ্য, সম্প্রতি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ল্যাপ্টোস্পাইরা ও হেপাটাইটিস এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিশোরের এই মৃ ত্যুতে আ ত ঙ্ক আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *