আট দলীয় নকআউট ফুটবলে সেরা বামনহাট যুবসংঘ
ময়নাগুড়ি, ১ সেপ্টেম্বর: পুলিশ দিবস উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বেশ কিছু সামাজিক উদ্যোগ গ্রহণ করা হল সোমবার। এদিন ময়নাগুড়ি ব্লকের তিনজন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন। জানা গিয়েছে, সদ্য ৬৯ তম রাজ্য স্কুল গেমসে তাইকোন্ড প্রতিযোগিতায় অনুষ্কা রায় সোনা এবং কৌশিক রায় সোনা জয় করেন। অন্যদিকে, জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় ময়ূরাক্ষী দে চ্যাম্পিয়ন হয়েছেন । এই তিনজন কৃতি খেলোয়াড়দের পুলিশ দিবস উপলক্ষ্যে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও, এদিন ময়নাগুড়ি থানার পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের প্রায় ৫০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী তুলে দেন। আপাতত এক মাসের পুষ্টিকর খাওয়া তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
