কোলকাতায় ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার জেলা দলের প্রতি অবিচারের অভিযোগ

দেবাশীষ রায়, আলিপুরদুয়ারঃ কোলকাতার ইডেন গার্ডেন ক্ষুদিরাম অনুশিলন কেন্দ্রে WBSCSG-এর উদ্যোগে অনুষ্ঠিত ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার জেলা কাবাডি দলের প্রতি চক্রান্তের অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার দলের দাবি, উত্তরবঙ্গের প্রায় সব জেলা দলই বারবার অবহেলার শিকার হচ্ছে।

ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার (সবুজ জার্সি) বনাম নদীয়া জেলার ম্যাচে। অভিযোগ, খেলার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আলিপুরদুয়ার দলের এক খেলোয়াড় শেষ রেইডে নদীয়া জেলার দুই খেলোয়াড়কে স্পর্শ করে আউট করেন। নিয়ম অনুযায়ী, এতে ২ পয়েন্ট এবং দলের সব খেলোয়াড় শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত ২ পয়েন্ট, অর্থাৎ মোট ৪ পয়েন্ট পাওয়ার কথা। কিন্তু রেফারি আলিপুরদুয়ারকে মাত্র ১ পয়েন্ট দেন।
দলের পক্ষ থেকে অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে আলিপুরদুয়ার শেষ রেইডে পিছিয়ে পড়ে। তখন নদীয়ার পয়েন্ট ছিল ২৬ এবং আলিপুরদুয়ারের ২৩। শেষ মুহূর্তে ৪ পয়েন্ট না পেয়ে আলিপুরদুয়ার পরাজিত হয়।
আলিপুরদুয়ার দলের বক্তব্য, “এভাবে মুখ দেখে ম্যাচ জেতানো হলে স্টেট লেভেলের খেলার কোনো মানে হয় না। আগের ম্যাচেও একইভাবে বঞ্চিত করা হয়েছিল। খেলার সমস্ত ভিডিও প্রুফ দলের কাছে রয়েছে” দলের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *