করমপুজোর আমেজে ইসলামাবাদের লায়কাধুরা গ্রাম, প্রস্তুতি তুঙ্গে
মাদারিহাট: আসন্ন করমপুজো উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামের লায়কাধুরা। যদিও করমপুজো মূলত বুধবার, তবে মঙ্গলবারের মধ্যেই বিভিন্ন আদিবাসী মহল্লাগুলিতে শেষ হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। গ্রামজুড়ে এখন শুধুই উৎসবের ছোঁয়া।
আদিবাসী সমাজের এই করমপুজো মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এক বিশেষ উৎসব। করম গাছের ডালকে কাপড় পরিয়ে সাজিয়ে দেবতারূপে পুজো করা হয়। একে ঘিরেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।
পূজার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ‘জাওয়া ঝুড়ি’। গত বৃহস্পতিবার ঘোলটংঝোরা নদী থেকে তরুণীরা জল ও বালি তুলে এনে শুরু করেন এই বিশেষ আচার। ঝুড়িভর্তি বালিতে মেশানো হয় সাত রকমের শস্যদানা—যেগুলিকে রাখা হয় ঘরের অন্ধকার কোণে। প্রতিদিন সকালে কুমারী মেয়েরা স্নান সেরে ঝুড়িগুলিতে জল ছিটিয়ে দেন। সেই অন্ধকারে জল পেয়ে শস্যদানাগুলি অঙ্কুরিত হয়েছে, যেন আলোর খোঁজে ছুটছে তারা।
এই নবজীবনের প্রতীক অঙ্কুরগুলিই বুধবার করম দেবতার সামনে পুজোর অর্ঘ্য হিসেবে নিবেদন করা হবে। পরদিন, ৪ঠা সেপ্টেম্বর, করম রাজার বিসর্জনের মেলায় সেই অঙ্কুর কুন্তলে বেঁধে আনন্দনৃত্যে মেতে উঠবেন গ্রামের তরুণীরা। উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক মিলনোৎসব—যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষিত হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য।
করমপুজো এখানে শুধু পূজা নয়—এক জীবন্ত চিত্র, যেখানে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি মিশে এক অপূর্ব সুর সৃষ্টি করে।
