“দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন, রাজগঞ্জে এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির হুংকার”
রাজগঞ্জ: রাজ্যে যেই রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে—না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। বুধবার রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এমনই হুঁশিয়ারি দিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়।
বুধবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ব্লক কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষপর্যন্ত ব্লক কমিটির সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে।
এই প্রসঙ্গে জ্যোৎস্না রায় বলেন, “উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। আমাদের একাধিক দাবি রয়েছে। যে দল এই দাবি পূরণ করবে, আমরা তাদের সঙ্গে আছি। আর যদি দাবি পূরণ না হয়, তাহলে আন্দোলনের পথে হাঁটবো। কেমন আন্দোলন হবে, তা কেউ কল্পনাও করতে পারবে না।”
তিনি আরও জানান, “প্রয়োজনে আন্দোলনে গুলি খেয়ে মরবো। কিন্তু এইভাবে বঞ্চিত হয়ে বেঁচে থাকার চেয়ে আন্দোলন করে মারা অনেক ভালো।”
ফলে আসন্ন সময়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির এই ঘোষণা নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।
