দলমোড়ে ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ
আবিদ হোসেন, আলিপুরদুয়ার: মাদক বিরোধী অভিযানে বড়সর সাফল্য পেল বীরপাড়া থানার পুলিশ। বুধবার বীরপাড়া থানার দলমোড় চা বাগানে ২ পাচারকারীসহ ২০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। পাচারকারীদের একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান বীরপাড়া থানার ওসি নয়ন দাস। বাজেয়াপ্ত করা সামগ্রীর মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে মোক্তার হোসেন মালদার কালিয়াচকের বাসিন্দা। সে ব্রাউন সুগারগুলি দলমোড়ের কর্ণে কামিকে দিতে এসেছিল। গ্রেফতার করা হয়েছে কর্ণেকেও। বৃহস্পতিবার দুজনকেই আদালতে তোলা হবে বলে এবং ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত করা হবে জানিয়েছেন ওসি নয়ন দাস।
