দিনহাটায় চালু হলো মা ক্যান্টিন, ৫ টাকায় মিলবে ডিম-ভাত
দিনহাটা : দিনহাটা পৌরসভার উদ্যোগে ও তত্ত্বাবধানে দিনহাটা হাসপাতাল ক্যাম্পাসে সোমবার চালু হলো “মা ক্যান্টিন”। সাধারণ মানুষের জন্য মাত্র ৫ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা করা হয়েছে এই ক্যান্টিনে। উদ্বোধন করেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এবং পৌরসভার একাধিক কাউন্সিলর। মন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিন চালু হওয়ার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা যায়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নিয়মিতভাবে মা ক্যান্টিন চালু থাকবে এবং যে কেউ মাত্র ৫ টাকায় ডিম-ভাত খেতে পারবেন। সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য এই প্রকল্প বিশেষ উপকারী হবে। তবে দিনহাটা মহাকুমা হাসপাতালে আসা রোগের আত্মীয়দের জন্যই এই বিশেষ ব্যবস্থা।
মন্ত্রী উদয়ন গুহ জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মা ক্যান্টিন প্রকল্প শুরু হয়েছে। আজ দিনহাটা হাসপাতালে মা ক্যান্টিন চালু হওয়ায় হাসপাতালে আছে রোগীর আত্মীয়দের আহারে বিশেষ সুবিধা হবে। এবং এর মাধ্যমে বহু মানুষের উপকার হবে।”
এদিন ক্যান্টিনে এসে বহু মানুষ স্বল্প খরচে খাবার গ্রহণ করেন। দিনহাটা পৌরসভা আশাবাদী, এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে।
