বাংলাদেশীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক বলে অভিযোগ

কোচবিহার : কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের মীরাপাড়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো ল্যান্ডে অর্থাৎ কাঁটাতারের বেড়ার পরে যে ভারতীয়দের চাষের জমি রয়েছে সেখানে চাষের কাজ করতে গিয়েছিলেন কৃষ্ণকান্ত বর্মন। ওই এলাকায় কর্তব্যরত রয়েছে বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। যখন জওয়ানদের ডিউটি পরিবর্তন হচ্ছিল সেই সুযোগে কৃষক কৃষ্ণকান্ত বর্মনকে চার পাঁচ জন বাংলাদেশী তুলে নিয়ে যান বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এই ঘটনার পর স্থানীয় মানুষরা জমায়েত হয়ে বিএসএফের কাছে অভিযোগ জানান ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। কৃষ্ণকান্ত বর্মনের বাড়ি মীরাপাড়া এলাকায় গতকাল তার পরিবারের লোকজন ফালাকাটা গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে তিনি বাড়িতে একাই ছিলেন। সোমবার ভারতীয় কাঁটাতারের পর যে জিরো ল্যান্ড রয়েছে সেখানেই তার জমি সেই জমিতেই তিনি চাষ করতে গিয়েছেন আর সেখান থেকেই এহেনো ঘটনা। এর আগেও এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে হয়েছে ভারতীয় নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *