ড্রেনের দাবিতে পথ অবরোধে সামিল নয়ারহাট পূর্ব পাড়ার স্থানীয় বাসিন্দাদের একাংশ
মাথাভাঙ্গা: ড্রেনের দাবিতে পথ অবরোধে সামিল নয়ারহাট পূর্ব পাড়ার স্থানীয় বাসিন্দাদের একাংশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট পূর্ব পাড়ায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে স্থানীয়দের একাংশ। অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় দেবোত্তর পানিগ্রাম এলাকার পূর্ব পাড়া জলমগ্ন হয়ে পড়ে। এক হাঁটু জল পেড়িয়ে যাতায়াত করে মরধ্যের বাড়ির বাসিন্দারা এবং পাশাপাশি পূর্ব পাড়ার বেশিরভাগ বাড়ি জল মগ্ন হয়। ড্রেনের দাবিতে এর আগেও কয়েকবার আন্দোলন সংগঠিত করেছিল স্থানীয়রা বলে অভিযোগ। ড্রেনের দাবি পূরণ না হওয়ায় তাই এদিন ফের পথ অবরোধ করে স্থানীয়দের একাংশ বলে অভিযোগ। প্রায় ১ ঘন্টা পথ অবরোধ চলে। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এবিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি বর্মন জানান, বাজেটে ধরা হয়েছে।টাকা আসলেই ড্রেনের কাজ শুরু করা হবে।
