১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করলো DYFI কোচবিহার জেলা কমিটি
মাথাভাঙ্গা: সোমবার মাথাভাঙ্গা মহকুমাশাসক কে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করলো DYFI কোচবিহার জেলা কমিটি। সকলের জন্য কাজ, শিক্ষা, নারীদের নিরাপত্তা সহ ১২ দফা দাবির ভিত্তিতে মাথাভাঙ্গা শহরে মিছিল এবং মহকুমাশাসক কে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের কমরেড সুধাংশু প্রামানিক নারীদের নিরাপত্তা, মহিলা মহাবিদ্যালয়, মহিলা বিদ্যালয়, এলাকার রাস্তাঘাট, হাসান ঘাটের সেতু, হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমার নেতৃত্বরা। অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করে প্রশাসন।
