বামনহাটে ডেঙ্গুর থাবা, বাতাসুরকুটিতে আক্রান্ত ৭ জন – উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

দিনহাটা: দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতাসুরকুটি এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বামনহাট ব্লক প্রাথমিক সূত্রে খবর, এখনও পর্যন্ত এই এলাকায় মোট সাতজনের শরীরে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকজন সুস্থ হলেও কয়েকজন দ্বিতীয় ধাপে চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিয়ত চলছে বিভিন্ন উদ্যোগ। আক্রান্ত এলাকায় স্বাস্থ্য শিবির বসানো হয়েছে, নিয়মিত ডিডিটি স্প্রে করা হচ্ছে এবং জমা জলের উৎস খুঁজে তা নষ্ট করার কাজ চলছে।
আজ সোমবার ওই স্বাস্থ্য শিবির পরিদর্শনে আসেন কোচবিহারের ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ একটি বিশেষজ্ঞ টিম। তারা এলাকায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডিডিটি স্প্রে ও অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপ কতটা কার্যকরী হচ্ছে তা খতিয়ে দেখেন।
বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মেরাজ উদ্দিন আহমেদ জানান, ‘এই এলাকায় প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির চলছে। আজও প্রায় ২৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে ৬-৭ জন বর্তমানে জ্বরে আক্রান্ত। তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে তারা ডেঙ্গু আক্রান্ত কিনা।’ তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্বাস্থ্য শিবির চলবে।
গ্রামবাসীদের কথায়, স্বাস্থ্য দপ্তর থেকে নিয়মিত স্প্রে এবং জমা জলের খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়দের সচেতনতার পাশাপাশি প্রশাসনের তৎপরতায় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *