মায়ের প্রেমে হাবুডুবু ছেলে
শিলিগুড়িঃ প্রেম বয়েস মানে না, মানে না কোন বাধা। সম্পর্ক যাই থাকুক না কেন, যখন সেই সম্পর্কের মধ্যে ব্যাক্তিগত ঘনিষ্ঠ প্রেম ডুকে যাবে তখন আর সেই সম্পর্ক, সম্পর্ক থাকে না। সৎ মায়ের প্রেমে হাবুডুবু ছেলে, এর জন্য নিজের স্ত্রীর উপর অত্যাচার সেই গুণধর ছেলের। এমনি ঘটনা ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া ব্লক ২য়ের পাথরঘাটা অঞ্চল অন্তর্গত। এর মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িছে এলাকায়। সেই পাড়ার লোকজন জানান কিছু দিন পর পর তাদের বাড়িতে ঝামেলা লাগতো। ছেলে আর মায়ের সম্পর্ক সাধারণত যেমন হবার দরকার সেই মতো ছিল না। গ্রামবাসীদের কাছ থেকে শোনা গেছে স্ত্রীকে ফেলে মায়ের সাথে ঘুমাত সেই ৩৪ বছরের গুণধর ছেলে। যার জেরে সন্দেহের দানা বাঁধে স্ত্রীর। এই বিষয় নিয়ে মুখ খুলতেই স্ত্রীর উপর নানা অত্যাচার উঠে আসে বলে জানায় গ্রামবাসীরা। বর্তমান সময়ে এ কি হচ্ছে সমাজে। সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম ‘মা’। সন্তানের সাথে যার নাড়ির সম্পর্ক। হৃদয়স্পর্শী এ শব্দের সঙ্গে অন্য কোন শব্দের তুলনা হয় না। সব দু:খ-কষ্ট আর বেদনা ‘মা’ শব্দের মাঝে বিলীন হয়ে যায়। “মা” শব্দটিকে কিছু মানুষ তাদের চাহিদার স্বার্থে কলুষিত করার চেষ্টা করছে।

প্রতিকি ছবি
এই ছবিটি AI মাধ্যমে তৈরি করা হয়েছে