ফালাকাটায় বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ এক মহিলা গ্রেপ্তার, স্বামী পলাতক
ফালাকাটা :-গোপন সূত্রের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে ফালাকাটা থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। সোমবার ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির ওসির নেতৃত্বে একটি বিশেষ দল ধুলাগাঁওয়ের মুন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মমতাজ সুলতানা নামে এক মহিলাকে গ্রেফতার করে।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, অভিযানে ওই মহিলার হেফাজত থেকে মোট ৩৩,৬০০ পিস ‘পিভন স্পাস প্লাস’ ক্যাপসুল উদ্ধার করা হয়, যা NDPS আইনের আওতাভুক্ত নিষিদ্ধ মাদক হিসেবে চিহ্নিত। অভিযানের সময় ফালাকাটা ব্লকের বিডিও অনিক রায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ অভিযানটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়।ধৃত মমতাজ সুলতানার স্বামী মামিনুল ইসলাম ওরফে রাজু পলাতক, এবং তার খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ফালাকাটা থানায় NDPS আইনের উপযুক্ত ধারায় উভয়ের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই মাদকচক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আলিপুরদুয়ার জেলায় এই ধরনের অভিযান পুলিশের মাদকবিরোধী পদক্ষেপকে আরও জোরদার করছে বলে মনে করছেন স্থানীয়রা।
