ডিজিটাল যোদ্ধাদের নিয়ে বিশেষ শিবির, বেলাকোবায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ:
ডিজিটাল যুগে রাজনৈতিক প্রচার ও তথ্যযুদ্ধের কৌশল আরও মজবুত করতে বেলাকোবায় বিশেষ শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শনিবার বেলাকোবার দেবী চৌধুরানী সভাকক্ষে এই শিবির অনুষ্ঠিত হয়।

দিনভর চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং নিবন্ধিত ডিজিটাল যোদ্ধারা। বিভিন্ন সেশন ও আলোচনার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় নীতি-আদর্শের প্রচার, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, এবং ভুয়ো খবর বা বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ের দিকগুলি তুলে ধরা হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে রাজ্যজুড়ে এমন আরও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ডিজিটাল যোদ্ধারা আরও দক্ষভাবে অনলাইন প্রচারে ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি নীলাদ্রি বোস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি শেখ উমর ফারুক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *